ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-৩ আসনে ১৫ জন নৌকার প্রার্থী হতে চান. অভ্যন্তরীণ কোন্দলে দিশাহারা নেতা-কর্মীরা

মো: মোশাররফ হোসেন মনির:

কুমিল্লা-৩ সংসদীয় আসনের মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে দ্বিধা-বিভক্তি ছড়িয়ে পড়েছে। এখানে দলের কমিটি ও পাল্টা কমিটির কারণে নেতা-নেতৃত্বে দূরত্ব ক্রমেই বাড়ছে। এতে বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল ও জোটের মনোনীত ও সমর্থিত অনেক প্রার্থীকে নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সাথে লড়তে হয়েছে। এখানে কোন্দলে জ্বলছে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মনোনয়ন পত্র সংগ্রহ নিয়ে সেই বিভক্তি আরো প্রকট আকার ধারন করেছে। এখনই নেতা-নেতৃত্বে কোন্দল নিরসন করা না গেলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গত শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ মননোয়ন পত্র বিতরন শুরু করলে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ১৫ জন প্রার্থী নৌকার মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন বর্তমান স্বতন্ত্র এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, ম. রুহল আমিন, কেন্দ্রীয় আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ সম্পাদক আ.খ.ম গিয়াস উদ্দিন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ড. এহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সফিকুর রহমানের ছেলে আবু কাছার সরকার মাসুদ, উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা অলিউল্লাহ পলাশ, আবুল কালাম, জাহাঙ্গীর আলম মনোনয়ন পত্র  ক্রয় করেছেন।

মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন, মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসন। এ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আ’লীগের রাজনৈতিক মাঠ। দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে দেখা দিয়েছে কোন্দল ও বিভক্তি। দলীয় কোন্দল ও বিভক্তির কারনে ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ডা: ওয়ালী আহাম্মদের পর আর জয়ের মূখ দেখেনি দলটি। ১৯৭৯ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৪ সালের নির্বাচন পর্যন্ত বারবার প্রার্থী বদল করেও এ আসনটিতে আওয়ামী লীগের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি দলীয় কোন্দলের কারনে। এবারও সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্থ হতে পারে আ’লীগ।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নেতৃত্বের আধিপত্য নিয়ে দীর্ঘদিন থেকে কুমিলা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের মধ্যে চলছে এই বিরোধ। এ বিভাজন আওয়ামীলীগের হেভিওয়েট দুই প্রার্থীর মধ্যে ইউসুফ আব্দুল্লাহ হারুন রয়েছেন আ’লীগ সরকারের ও তার সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে। অপরদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার রয়েছে উপজেলা আ’লীগের মূল ধারার নেতাকর্মীদের নিয়ে। এই দুই গ্রুপের  মধ্যে দলকে নিজেদের আয়ত্বে রাখতে ও নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য ব্যাপক সংঘর্ষের ঘটনায় একাধিক নেতা-কর্মীর প্রাণহানীর ঘটনাও ঘটেছে। মুরাদনগর উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, শ্রমীকলীগসহ প্রায় সকল অঙ্গ-সংগঠনের একাদিক কমিটি নিয়েও দলের নেতা-কর্মীরা পরস্পর মুখোমুখি। এ দ্বন্দ্বে আগামী সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আওয়ামীলীগের তৃণমুল নেতারা।

এদিকে বড় দুই নেতার এই দ্বন্দের কারনে দল থেকে তৃতীয় কেউ মনোনয়ন পাওয়ার আশঙ্কা থাকায় ও গ্রহনযোগ্য প্রার্থী চাওয়ায় কারনে এবার আওয়ামীলীগ থেকে মনোনায় পত্র সংগ্রহ করেছেন ১৫ জন। দুই নেতার দ্বন্দ মেটাতে না পারলে এবারও এই আসনটি হারাতে পারে আওয়ামীলীগ এমনটাই ধারনা তৃণমূলের কর্মীদের। মূলত ২০১৪ সালে আওয়ামীলীগের প্রার্থী হন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। পরবর্তিতে তা পরির্বতন করে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে। বিদ্রোহী হিসেবে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের প্রার্থী হন মুরাদনগর আওয়ামীলীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. এহসানুল আলম সরকার কিশোর। প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক বিদ্রোহী প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের সঙ্গে। ইউসুফ আবদুল্লাহ হারুন স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ৫ জানুয়ারির নির্বাচনে জয় পান। ফলে মুরাদনগর আওয়ামীলীগে জাহাঙ্গীর আলম সরকার ও ইউসুফ আবদুল্লাহ হারুনের মধ্যে নেতৃত্বের আধিপত্য ও দ্বন্দ্ব আরো একধাপ জায়গা করে নেয়। ইউনিয়নয় পরিষদ নির্বাচন নিয়ে দুই জনের মধ্যে এই দ্বন্দ্বের কারনে নৌকা মার্কার প্রার্থী পরাজিত হয়। মুরাদনগর আওয়ামীলীগে সাংগঠনিক ভাবে তৃণমূলমুখি হয়ে জাহাঙ্গীর সরকার শক্ত অবস্থান রয়েছে। ইউসুফ হারুনেরও ব্যক্তি ইমেজ রয়েছে। ইউসুফ হারুন এ আসনে মনোনয়ন পেলে বিজয়ী হয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করছেন দলের নেতা-কর্মীরা। অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার তৃনমূল নেতা-কর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। আটঘাঁট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। তিনি মুরাদনগরের উন্নয়নের পাশাপাশি আগামী নির্বাচনে দল তাকে মনোনয়ন দিবে এমন প্রত্যাশা ব্যক্ত করছেন দলের নেতা কর্মীদের কাছে। মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের তুঙ্গে থাকা বিভেদ-দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে সাধারণ জনগণ এবং ভোটারদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা ও চাপা আতংক।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, আওয়ামীলীগ যারা করে তাদের দলের জন্য সকলের ত্যাগ আছে। সবাইকে নিয়ে সমঝোতার মাধ্যমে রাজনীতি করি। তিনি বলেন, আমি নৌকা প্রতীকের প,ে তাই উপজেলা আ’লীগ আমাকে নিয়ে নৌকার পে কাজ করছে। গত নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে পরে দলের স্বার্থে দলীয় হাইকমান্ডের নির্দেশে মহাজোটকে (লাঙ্গল) এই আসনটি ছেড়ে দেই। ফলে দলে আমার ভাবমূর্তি যেমন অক্ষুন্ন তেমনি আওয়ামী লীগের কর্মীদের কাছে বেড়েছে অতিমাত্রায় গ্রহণযোগ্যতা। কারণ দলীয় শৃঙ্খলা আমি ভঙ্গ করিনি।

আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউছুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে। আওয়ামী লীগ একটি বড় দল, এখানে নেতাও অনেক বেশি। তাই নেতা-নেতৃত্বে মতবিরোধ কিংবা মান-অভিমান থাকতেই পারে। সময় মতো সবকিছুই ঠিক হয়ে যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত –কায়কোবাদ

কুমিল্লা-৩ আসনে ১৫ জন নৌকার প্রার্থী হতে চান. অভ্যন্তরীণ কোন্দলে দিশাহারা নেতা-কর্মীরা

আপডেট সময় ০১:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
মো: মোশাররফ হোসেন মনির:

কুমিল্লা-৩ সংসদীয় আসনের মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে দ্বিধা-বিভক্তি ছড়িয়ে পড়েছে। এখানে দলের কমিটি ও পাল্টা কমিটির কারণে নেতা-নেতৃত্বে দূরত্ব ক্রমেই বাড়ছে। এতে বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল ও জোটের মনোনীত ও সমর্থিত অনেক প্রার্থীকে নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সাথে লড়তে হয়েছে। এখানে কোন্দলে জ্বলছে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মনোনয়ন পত্র সংগ্রহ নিয়ে সেই বিভক্তি আরো প্রকট আকার ধারন করেছে। এখনই নেতা-নেতৃত্বে কোন্দল নিরসন করা না গেলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গত শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ মননোয়ন পত্র বিতরন শুরু করলে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ১৫ জন প্রার্থী নৌকার মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন বর্তমান স্বতন্ত্র এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, ম. রুহল আমিন, কেন্দ্রীয় আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ সম্পাদক আ.খ.ম গিয়াস উদ্দিন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ড. এহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সফিকুর রহমানের ছেলে আবু কাছার সরকার মাসুদ, উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা অলিউল্লাহ পলাশ, আবুল কালাম, জাহাঙ্গীর আলম মনোনয়ন পত্র  ক্রয় করেছেন।

মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন, মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসন। এ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আ’লীগের রাজনৈতিক মাঠ। দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে দেখা দিয়েছে কোন্দল ও বিভক্তি। দলীয় কোন্দল ও বিভক্তির কারনে ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ডা: ওয়ালী আহাম্মদের পর আর জয়ের মূখ দেখেনি দলটি। ১৯৭৯ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৪ সালের নির্বাচন পর্যন্ত বারবার প্রার্থী বদল করেও এ আসনটিতে আওয়ামী লীগের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি দলীয় কোন্দলের কারনে। এবারও সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্থ হতে পারে আ’লীগ।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নেতৃত্বের আধিপত্য নিয়ে দীর্ঘদিন থেকে কুমিলা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের মধ্যে চলছে এই বিরোধ। এ বিভাজন আওয়ামীলীগের হেভিওয়েট দুই প্রার্থীর মধ্যে ইউসুফ আব্দুল্লাহ হারুন রয়েছেন আ’লীগ সরকারের ও তার সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে। অপরদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার রয়েছে উপজেলা আ’লীগের মূল ধারার নেতাকর্মীদের নিয়ে। এই দুই গ্রুপের  মধ্যে দলকে নিজেদের আয়ত্বে রাখতে ও নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য ব্যাপক সংঘর্ষের ঘটনায় একাধিক নেতা-কর্মীর প্রাণহানীর ঘটনাও ঘটেছে। মুরাদনগর উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, শ্রমীকলীগসহ প্রায় সকল অঙ্গ-সংগঠনের একাদিক কমিটি নিয়েও দলের নেতা-কর্মীরা পরস্পর মুখোমুখি। এ দ্বন্দ্বে আগামী সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আওয়ামীলীগের তৃণমুল নেতারা।

এদিকে বড় দুই নেতার এই দ্বন্দের কারনে দল থেকে তৃতীয় কেউ মনোনয়ন পাওয়ার আশঙ্কা থাকায় ও গ্রহনযোগ্য প্রার্থী চাওয়ায় কারনে এবার আওয়ামীলীগ থেকে মনোনায় পত্র সংগ্রহ করেছেন ১৫ জন। দুই নেতার দ্বন্দ মেটাতে না পারলে এবারও এই আসনটি হারাতে পারে আওয়ামীলীগ এমনটাই ধারনা তৃণমূলের কর্মীদের। মূলত ২০১৪ সালে আওয়ামীলীগের প্রার্থী হন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। পরবর্তিতে তা পরির্বতন করে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে। বিদ্রোহী হিসেবে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের প্রার্থী হন মুরাদনগর আওয়ামীলীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. এহসানুল আলম সরকার কিশোর। প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক বিদ্রোহী প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের সঙ্গে। ইউসুফ আবদুল্লাহ হারুন স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ৫ জানুয়ারির নির্বাচনে জয় পান। ফলে মুরাদনগর আওয়ামীলীগে জাহাঙ্গীর আলম সরকার ও ইউসুফ আবদুল্লাহ হারুনের মধ্যে নেতৃত্বের আধিপত্য ও দ্বন্দ্ব আরো একধাপ জায়গা করে নেয়। ইউনিয়নয় পরিষদ নির্বাচন নিয়ে দুই জনের মধ্যে এই দ্বন্দ্বের কারনে নৌকা মার্কার প্রার্থী পরাজিত হয়। মুরাদনগর আওয়ামীলীগে সাংগঠনিক ভাবে তৃণমূলমুখি হয়ে জাহাঙ্গীর সরকার শক্ত অবস্থান রয়েছে। ইউসুফ হারুনেরও ব্যক্তি ইমেজ রয়েছে। ইউসুফ হারুন এ আসনে মনোনয়ন পেলে বিজয়ী হয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করছেন দলের নেতা-কর্মীরা। অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার তৃনমূল নেতা-কর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। আটঘাঁট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। তিনি মুরাদনগরের উন্নয়নের পাশাপাশি আগামী নির্বাচনে দল তাকে মনোনয়ন দিবে এমন প্রত্যাশা ব্যক্ত করছেন দলের নেতা কর্মীদের কাছে। মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের তুঙ্গে থাকা বিভেদ-দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে সাধারণ জনগণ এবং ভোটারদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা ও চাপা আতংক।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, আওয়ামীলীগ যারা করে তাদের দলের জন্য সকলের ত্যাগ আছে। সবাইকে নিয়ে সমঝোতার মাধ্যমে রাজনীতি করি। তিনি বলেন, আমি নৌকা প্রতীকের প,ে তাই উপজেলা আ’লীগ আমাকে নিয়ে নৌকার পে কাজ করছে। গত নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে পরে দলের স্বার্থে দলীয় হাইকমান্ডের নির্দেশে মহাজোটকে (লাঙ্গল) এই আসনটি ছেড়ে দেই। ফলে দলে আমার ভাবমূর্তি যেমন অক্ষুন্ন তেমনি আওয়ামী লীগের কর্মীদের কাছে বেড়েছে অতিমাত্রায় গ্রহণযোগ্যতা। কারণ দলীয় শৃঙ্খলা আমি ভঙ্গ করিনি।

আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউছুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে। আওয়ামী লীগ একটি বড় দল, এখানে নেতাও অনেক বেশি। তাই নেতা-নেতৃত্বে মতবিরোধ কিংবা মান-অভিমান থাকতেই পারে। সময় মতো সবকিছুই ঠিক হয়ে যাবে।