চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় গিয়াস উদ্দিন (২৮) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের পদুয়ারপার এলাকার মরহুম তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন গিয়াস উদ্দিন। সোমবার সকালে চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে স্মার্টকার্ড সংগ্রহের উদ্দেশে রওয়ানা হন তিনি। চান্দিনা এসে মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।’