ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় বাস ও পিকআপের দ্বিমুখী চাপায় প্রাণ গেলো মা-মেয়েসহ ৪ জনের

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুলে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২)। অপরজনের পরিচয় জানা যায়নি। তবে একই পরিবারের সদস্য বলে ধারণা করছেন পুলিশ। 

আহত দুইজনকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

Chandina Accident news pic 1

প্রত্যক্ষদর্শী বাস যাত্রী জালাল উদ্দিন রিমন জানান, কুমিল্লামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার পর অপর একটি পিকআপ চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু ঘটে।

স্থানীয়রা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যান। আহত অপর দুইজনকে কুমিল্লা মেডিকেল পাঠানো হয়েছে। 

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে অটোরিকশা চালক ও একটি কন্যা শিশু মারা গেছে। বাস ও পিকআপ চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ, বিমানবন্দরে লাখো মানুষের ঢল

চান্দিনায় বাস ও পিকআপের দ্বিমুখী চাপায় প্রাণ গেলো মা-মেয়েসহ ৪ জনের

আপডেট সময় ০২:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুলে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২)। অপরজনের পরিচয় জানা যায়নি। তবে একই পরিবারের সদস্য বলে ধারণা করছেন পুলিশ। 

আহত দুইজনকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

Chandina Accident news pic 1

প্রত্যক্ষদর্শী বাস যাত্রী জালাল উদ্দিন রিমন জানান, কুমিল্লামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার পর অপর একটি পিকআপ চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু ঘটে।

স্থানীয়রা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যান। আহত অপর দুইজনকে কুমিল্লা মেডিকেল পাঠানো হয়েছে। 

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে অটোরিকশা চালক ও একটি কন্যা শিশু মারা গেছে। বাস ও পিকআপ চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।