স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ রবিবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার মাঝখানের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেন্ট শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।