তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
মাল্টি-প্যানেল ডিভাইসের দিকে যাচ্ছে মাইক্রোসফট। কোম্পানির নতুন এক প্যাটেন্ট থেকে জানা গেছে ট্রাই-ফোল্ড ডিজাইনের সারফেস ফোন আনতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্টটি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস প্যাটেন্টটির আবেদন গ্রহণ করেছে। সেখানে এই স্কেচে একটি ডিভাইসের প্রান্তেও আলাদা স্ক্রিন দেখা গেছে।
যখন ডিভাইসটিকে ফোল্ড করা হবে তখন সেটি চিরাচরিত স্মার্টফোনের মতো দেখায় আর ওয়াইড প্রোফাইলে সেটি সারফেস ডুয়োর মতো দেখাবে। মাইক্রোসফটের পক্ষ থেকে অবশ্য বাড়তি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি এটি কীভাবে কাজ করবে সেটিও বলা হয়নি।
স্যামসাংও নিজস্ব ট্রাই-ফোল্ড ডিভাইস আনতে যাচ্ছে বলে গুজব শোনা যাবে। গত মার্চে টিসিএল এমডব্লিউসি বার্সেলোনায় এ ধরনের কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করেছিল।