কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে এবাবের এইচএসসি ও দাখিল পরীক্ষায় শতকরা পাসের হার ৭৪.৪৪। তবে কোন জিপিএ-৫ নেই।
উপজেলার ৩টি কলেজ ও ৩টি মাদ্রাসা থেকে এবার ৭৫০ জন পরীক্ষায় অংশ্রগহণ করেন। এদের মধ্যে বিভিন্ন গ্রেডে পাস করেছে ৫৫৮জন। অকৃতকার্য হয়েছে ১৯২জন।
এইচএসসি পরীক্ষায় গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ থেকে ৩৫৪জনের মধ্যে ২৬৫জন, মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজ থেকে ২৫৪জনের মধ্যে ২২০জন, ইঞ্জি. হারুন-উর রশিদ গালর্স কলেজ থেকে ২২জনের মধ্যে ২২জন
এবং আলিমে জিয়ারকান্দি হাফিজ উদ্দিন হাফিজ মাদ্রাস থেকে ৩৬জনের মধ্যে ২১জন, মঙ্গলকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৬জনের মধ্যে ১৩জন ও গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৫৮জনের মধ্যে ৪০জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে পাস করে।