কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনি:
কুমিল্লার তিতাসে বলরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব ও দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার পর ২০ জন নারীর মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ ও বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান প্রমূখ।