বেলাল উদ্দিন আহম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ
রোজ বুধবার, ০১ এপ্রিল ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার তিতাসে ৯০ বোতল বিদেশি বিয়ারসহ আনোয়ার হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তিতাস থানায় মামলা দায়ের পর আটক মাদক ব্যবসায়ীকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি উপজেলার বলরাপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের সুবদ বেপারীর ছেলে।
তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শহীদ উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাছিমপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ৯০ বোতল বিদেশি বিয়ারসহ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। বুধবার তার বিরুদ্ধে মাদক আইনে তিতাস থানায় একটি মামলা দায়ের করা হয়। পওে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়।