কবির হোসেন সওদাগর :
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে গেজেটভূক্ত উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উক্ত শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্ত্তী।
তিতাসের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন তিতাস উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইয়াসমিন।
এসময় তিতাসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. নূর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।