মুরাদনগর বার্তা ডটকম ডেস্ক:
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট লিটন জানান, মহাসড়কের হাসানপুরের নিকট একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক ইকবাল হোসেন ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী আহত হন। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।