মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, দেশে যে পরিমান উন্নয়ন হচ্ছে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। আর সে জন্যই আওয়ামীলীগ ও যুবলীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে জনগণের সাথে মিশে তাদেরকে বুঝাতে হবে। দেশ ও জাতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার শ্রীকাইল হাইস্কুল মাঠে ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী কামাল উদ্দিন চেয়ারম্যান, আবুল হাসেম বেগ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান দারুল ইসলাম।
শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খান, যুগ্ম আহবায়ক হাজী আব্দুল্লাহ নজরুল, কুমিল্লা আইনজীবী সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ তমাল।
শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুব সরকার কমলের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম পারভেজ, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম, আকবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক রজ্জব হোসেন রাজু, আন্দিকুট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আলীম, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফ, ছাব্বির আহাম্মদ পাভেল ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কামরুল হাসান শ্যামল প্রমুখ।