খেলাধূলা ডেস্কঃ
উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আফগানরা। কিউইদের বিপক্ষে বড় জয়ে সুপার এইটের পথে অনেকটা এগিয়ে গেলো আফগানিস্তান। নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রশিদ খানের দল।
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় আফগানিস্তান। ৫৬ বলে ৮০ রানে ঝড়ো ইনিংস খেলেন এই আফগান ওপেনার। এছাড়া আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪১ বলে ৪৪ রান। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেন ২টি করে উইকেট।
১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে বিপর্যয়ে পরে কিউই ব্যাটিং লাইন। আফগান বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কোনো কিউই ব্যাটার।
ফজলহক ফারুকি ও রশিদ খান গুড়িয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। ১৫ ওভার ২ বলে মাত্র ৭৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে গ্লেন ফিলিপস করে সর্বোচ্চ ১৮ বলে ১৮ রান। আফগানদের পক্ষে ফারুকি ও রশিদ নেন ৪টি করে উইকেট।