জাতীয় ডেস্কঃ
পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর ব্যাপারে সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়ার বক্তব্যের সমালোচনা করে আরেক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘নিজের ব্যর্থতা ঢাকতেই আমার ওপর দায় চাপাতে চেয়েছেন’।
আমু বলেন, ‘দিলিপ বড়ুয়ার বক্তব্যে সরকার মোটেই বিব্রত নয়। কারণ ব্যক্তিগত অযোগ্যতা ও অদক্ষতার কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে ব্যর্থতার দায় আমার ওপর চাপাতে চেয়েছেন’।
সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর শনিবার দিলিপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘আমির হোসেন আমুর কারণে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি’।
এ প্রসঙ্গে আমু বলেন, ‘ক্ষমতায় থাকাকালে গোডাউনগুলো সরানোর জন্য বারবার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যবসায়ীরা রাজি হননি’।
তিনি আরও বলেন, ‘গোডাউনগুলো না সরাতে অনীহা ছিল ব্যবসায়ীদের আত্মঘাতী অবস্থান। নিজেদের সঙ্গে আশেপাশের অনেকের জন্য ঝুঁকি তৈরি করেছেন তারা’।