মুরাদনগর বার্তা ডেস্কঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলনের জন্য আদালত থেকে নির্দেশ দেয়ার পর সোমবার রাত থেকে তার কবর পাহারায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুরাদনগর উপজেলার নব গঠিত বাঙ্গরা বাজার থানার এএসআই কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মির্জাপুর গ্রামে তনুর কবরের পাশে রাত সাড়ে ৯টার পর থেকে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
রাত ১০টায় থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, যেহেতু আদালত থেকে লাশ উত্তোলনের নির্দেশনা এসেছে তাই নিরাপত্তার স্বার্থে লাশ উত্তোলন না করা পর্যন্ত কবরের পাশে পুলিশ মোতায়েন থাকবে।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে সোমবার বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নাব বেগম কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলন করে ডিএনএ আলামত সংগ্রহ ও পুন:ময়নাতদন্ত করার জন্য আদেশ দেন।