মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধঃ
যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ‘বাংলাদেশ ইসলামী যুব কাফেলা’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
রবিবার দুপুরে বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র কেন্দ্রিয় আমীর ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদ্দিনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ সংগঠনের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র কেন্দ্রিয় মহাসচিব হযরত মাওলানা মোতালেব হোসেন সালেহীর উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সংগঠনের নায়েবে আমীর ও সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন আশরাফী, নায়েবে আমীর ও মুহাদ্দিস মাওলানা দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ছফিউল্লাহ, প্রকাশনা সম্পাদক ও সিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন ও অর্থ সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিকসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। পরে সোনাকান্দা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমানকে সভাপতি, মাওলানা মোতালেব হোসেন সালেহী, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা রফিকুল ইসলামকে সহ-সভাপতি ও মাওলানা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইসলামী যুব কাফেলার ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান বলেন, বর্তমান সময়ে যুব সমাজ নেশার ছোবলে নিজকে বিলিয়ে দিচ্ছে। নিজের অজান্তেই রাষ্ট্র বিরোধী কার্যকলাপে পা বাড়াচ্ছে। মাতা-পিতাও জানেনা তার সন্তান কী করছে! সময়ের এ ক্রান্তিলগ্ন থেকে যুব সমাজকে সঠিক পথ দেখিয়ে নেশা ও জঙ্গীমুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার দিপ্ত অঙ্গীকার ব্যাক্ত করেন। পাশাপাশি তালিম ও তাহাজ্জুর মাধ্যমে একজন সাধারণ মানুষকে অল্লাহ ওয়ালা ও পরহেজগার মুমিন বানানো সম্ভব বলে তিনি মনে করেন।
অনুষ্ঠান শেষে দরবার শরীফের গদ্দিনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমান দেশ, জাতি, বিশ্ব মুসলিমের ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।