অন্তর্জাতিক ডেস্কঃ
ব্রাজিলে একটি বারে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। রবিবার বিকেলে দেশটির উত্তরে পারা প্রদেশের বেলেম শহরের একটি বারে এ হামলার ঘটনা ঘটেছে। খবর এএনআই’র।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একদল সশস্ত্র হামলাকারী মোটরবাইকে ও তিনটি গাড়িতে করে এসে হামলা চালিয়েছে।
ব্রাজিলিয়ান নিউজ আউটলেট জি-১ এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার বিকেল ৪ টা নাগাদ ৭ জন অস্ত্রধারী এ হামলা চালিয়েছে। এতে ৬ নারী ও ৫ জন পুরুষ নিহত হয়েছে।
পুলিশ এক হামলাকারীকে গ্রেপ্তার করলেও বাকি হামলাকারীরা পালিয়ে গেছে বলে খবরে বলা হয়েছে। যে অঞ্চলে পানশালাটি অবস্থিত সেই এলাকা অনেক অপরাধ প্রবণ বলে খবরে বলা হয়েছে।
এ হামলা জঙ্গি হামলা কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত করছে।