বিনোদ ডেস্ক রির্পোটঃ
কন্যা সন্তানের মা হলেন বলি অভিনেত্রী সুরভিন চাওলা। মা হওয়ার সেই সুসংবাদ সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই দিয়েছেন। সুরভিন এবং তার স্বামী অক্ষয় ঠক্কর মেয়ের নাম রেখেছেন ইভা।
‘হেট স্টোরি ২’-এ অভিনয়ের পর দর্শকমহলে তুমুল জনপ্রিয় হয়েছিলেন সুরভিন। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেয়ের প্রথম ছবিও। সেখানে তিনি লিখেছেন, ‘…ছোট্ট পরিবারে আমাদের মেয়ে ইভাকে স্বাগত।’
সুরভিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘মা হওয়া অসাধারণ অভিজ্ঞতা। হঠাৎ করেই তার এবং অক্ষয়ের জীবন বদলে গিয়েছে। প্রত্যেকটা পদক্ষেপের জন্য অপেক্ষা করছি এখন। সত্যিই আমরা ধন্য।’
তিন বছর আগে ইতালিতে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন সুরভিন-অক্ষয়। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বরাবরই অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিনি। তবে আপাতত মেয়েকে সময় দেওয়াটাই তাঁর প্রায়োরিটি। ফের কবে শুটিং ফ্লোরে ফিরবেন, তা এখনও খোলসা করেননি সুরভিন।