মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা সহ প্রায় ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করন বিষয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, মসজিদের ঈমাম, গনমাধ্যম ব্যাক্তিত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সারা দিন ব্যাপী উপজেলার ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষে মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার থানার উমালোচন উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে আলোচনা সভা বিদ্যালয়ের পরিচালনা পরষদের অভিভাবক প্রতিনিধির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ রাশেদা আক্তার। সহকারি শিক্ষক শাহিনুর আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বাঙ্গরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: সাদেকুল ইসলাম।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম, পরিচালনা পরষদের অভিভাবক প্রতিনিধির অন্যতম সদস্য মো: মোস্তফা, মাও: ওবায়েদুল্লাহ, মাও শফিকুল ইসলাম,ঈমাম দৌরত খান, শেখ জাকীর প্রমুখ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন জানান, উপজেলার সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়, কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজ, ধামঘর শাহ্ কাজেম সিনিয়র ফাজিম মাদরাসা, খুরুইল মাদরাসা, কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, আকববোরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ডালপা নেদায়ে ইসলামিয়া দাখিল মাদরাসাসহ ১৩০টি মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রসায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।