মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
১৭ মার্চ ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গবাদিপশুসহ ৭টি বসতঘর পুড়ে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আকবপুর ইউনিয়নের বলিঘর গ্রামের পোড়াবাড়ির একটি বসত ঘরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সোমবার দিবাগত ভোর ৫টার দিকে লাগা আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীরা এসে আগুন নেভাতে চেষ্টা চালায়। ততক্ষনে গবাদিপশুর ও বসত ঘর সহ ৭টি ঘর ভস্মিভুত হয়ে যায় । এসময় ঘরে আটকেপড়া কয়েটি গরু, ছাগল এবং হাস-মুরগীসহ বেশকিছু গৃহপালিত প্রাণী অগ্নিদগ্ধ হয়। ভয়াবহ এ অগ্নিকান্ডে বলিঘর গ্রামের মঙ্গল মিয়া, খলিল মিয়া, সানু মিয়া ও হানিফ মিয়াসহ বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান ৫০লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষনে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গরুর ঘরে দেয়া কয়েল থেকেই আগুন লেগে থাকতে পারে।
উল্লেখ্য – ১৯৯৪ সালে এ বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫-৩০টি বাড়ি ভষ্মীভূত হয়েছিল। সেই থেকে বাড়িটি পোড়াবাড়ি নামেই পরিচিত।