মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে ইংলিশ বিতর্কলীগ প্রতিযোগিতা বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও হারুনুর রশিদ ফাউন্ডেশনের র্সাবিক সহযোগিতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে বিতর্কলীগের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.বি.এম জাকির হোসেন, কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজেল অধ্যক্ষ সাদেকুর রহমান, বদিউল আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন আল রশিদ, হাদ্রাবাদ জাহানারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজর আসাদুজ্জামান, চানঁ মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কোড়েরপাড় আর্দশ বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ।
”দুর্যোগ প্রতিরোধে গনসচেতনতাই প্রধান অবলম্বন” বিষয়ের উপর বিতর্কলীগের ফাইনাল রাউন্ডে অংশগ্রহন করেন পক্ষে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে রামচন্দ্রপুর অধ্যপক মজিদ কলেজ।
প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষের দল আর রানার আপ হয় পক্ষের দল। আর তৃতীয় স্থান হয় কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়।
উল্লেখ, এ বির্তকলীগ প্রতিযোগিতায় উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করলে তাদের মধ্য থেকে বাছাই করে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়।