রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দক্ষতা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে দুই দিনব্যাপী “ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন কোর্স উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও কোর্স পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোর্স সমন্বয়ক মো. আবদুর রহমান।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার উদ্বোধনী বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয় পদ্ধতি ও হিসাব ব্যবস্থাপনা যথাযথভাবে বাস্তবায়িত হলে ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা ও জনগণকে প্রদত্ত সেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে হবে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সঠিক পরিকল্পনা প্রণয়নের ওপরও তিনি জোর দেন।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুরসহ কর্মশালার অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এতে সরকারি ক্রয় পদ্ধতি, হিসাব ব্যবস্থাপনা, গ্রাম আদালতের কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রায়োগিক সেশন অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করতে পারলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে, জনগণ সরাসরি উপকৃত হবে।
পরে দুপুরে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

















