আজিজুর রহমান রনি:
রোজ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ইউছুফ নগর গ্রাম থেকে বুধবার গভীর রাত্রে ৫ রাউন্ড কার্তুজ ও ৫০ পিছ ইয়াবাসহ এরশাদ(২৫)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত এরশাদ ইউছুফ নগর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন এরশাদ বিভাগীয় শহর চট্টগ্রামে ইয়াবা ও অস্ত্রব্যবসা করে আসছে, তাই সে কিলার এরশাদ নামে পরিচিত। একাদিক মামলার আসামী হওয়াতে আত্মগোপনে থেকে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এবং এলাকায় ইয়াবা সেবনকারীদের সাথে সখ্যতা গড়ে তোলেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সূত্রের মাধ্যমে খবর পাই সে বাড়িতে আসছে। গভীর রাত্রে ফাঁদ পেতে গ্রেফতার করতে সক্ষম হই তাকে। তার কাছে ৫ রাউন্ড কার্তুজ ও ৫০ পিছ ইয়াবা পাওয়া যায়। এরশাদ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাদিক মামলার আসামী।