মো: সুমন সরকার, বিশেষ প্রতিনিধি::
কুমিল্লার মুরাদনগরে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সাংস্কৃতিক সংগঠন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শ্রীকাইল সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বেগ।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা-২ পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক আবদুস সাত্তার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীকাইল কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, লুৎফর রহমান, প্রভাষক কামরুল হাসান মিকাইল, সফিকুল ইসলাম, সুমন ইসলাম জয়, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ, সংগঠনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাজিব সরকার। উদ্বোধন শেষে সাংসকৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়।