বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায প্রথম বারের মত ৫ দিনব্যাপী প্রশিক্ষনের মাধ্য দিয়ে পথচলা শুরু হয়েছে গার্লস গাইডারদের। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭জন শিক্ষয়েত্রী এ প্রশিক্ষন কোর্সে অংশ গ্রহন করেন।
রবিবার বিকেলে উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষন শেষে সমাপনী অনুষ্ঠানের মধ্যামে সনদ বিতরন করে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কুমিল্লা অঞ্চল।
বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী সেলিনা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। যাত্রাপুর হাই স্কুলের সহকারী শিক্ষক রাশেদা আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনূর বেগম, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ ঝর্না বড়–য়া, এ কোর্সের প্রশিক্ষক নূরুন্নহার বেগম।