রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
“স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী গড়ে তোলা অপরিহার্য” এই প্রতিপাদ্যকে স্মনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও আবদুর রহমান বলেন, প্রশিক্ষণ একজন মানুষের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান উপায়। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা, তারা হলেন গ্রাম পুলিশ। তাই এ বাহিনী প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সরকার এ বাহিনীকে আধুনিক, দক্ষ ও চৌকস করতে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দারোরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার এবং টনকী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বুনিয়াদি প্রশিক্ষক মতিউর রহমান, কোর্স সমন্বয়ক সুফি আহমেদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোহাম্মদ ছফি উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়ালসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।