০১ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম) ডেস্ক রিপোর্টঃ
চরিত্রগঠন আন্দোলনের কর্মসূচীর শতবর্ষ পূর্তি ও চরিত্রগঠন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সম্প্রীতি র্যালী করে মুরাদনগর উপজেলার রহিমপুর অযাচক আশ্রম ও বাংলাদেশ আখন্ড সংগঠন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহম্মদ, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার এ এন এম মাহবুব আলম, ইউআরসি প্রশিক্ষক রুহুল আমিন, এটিও আসাদ, রহিমপুর অযাচক আশ্রম প্রধান ডা: মানবেন্দ্র সরকার, অধ্যক্ষ বাবু দয়াল পাল, সংকর শাহ, খোকন সরকার, দিপক কর্মকার প্রমুখ।