আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
রাস্তায় পুলিশ টহলরত অবস্থায় এক গ্রামে চার পরিবারে ডাকাতি হয়েছে। ডাকাত দল চার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২লক্ষ ৩০হাজার টাকা ও ৬০ ভরি স্বর্ণ নিয়ে যায়। গত শুক্রবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউপির বোড়ারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
রাস্তায় টহলরত পুলিশের উপ-পরিদর্শক আ: রহমান বলেন, রাস্তায় গাছ ফেলে বেরিকেট দিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকবল নিয়ে রাস্তার গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী শহিদ মাষ্ঠার বলেন, আমরা চার ভাই। আমার তিন ভাই হাসেম, হুমায়ন, খোরশেদ প্রভাসে থাকে। গত শুক্রবার রাতে ৫০-৬০ জনের একটি ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে আমাদের চার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২টা মোবাইল ফোন, নগদ ২লক্ষ ৩০ হাজার টাকা ও ৬০ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে যায়। ডাকাত দলের পাচঁ-আট জনের মুখে মুখোশ ছিলো, বাকিদের মুখ খোলা। এঘটনায় পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ছালিয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আবু মূছা সরকার জানান, ডাকাত দল রাস্তায় ডাকাতি করতে না পেরে শহিদ মাষ্টানের বাড়িতে ডাকাতি করেছে। রমজান মাসে চকিদার দিয়ে এলাকা পাহাড়ার ব্যবস্থা করেছি। আমি এলাকার লোকজনকে নিয়ে বহুবার চেষ্টা করেছি ডাকাত ধরার জন্য। এখনো চেষ্টা অব্যাহত আছে।
মুরাদনগর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, ডাকাতির ঘটনা নিশ্চিয় উদ্বেগের বিষয়। জাহাপুর গ্রামের প্রবাসী ইব্রাহীমের বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জরিত থাকা ৫ডাকাত সদস্য আটক করেছি। যে কোন মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ডাকাতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ডাকাতির ঘটনায় মামলা এবং অপরাধীদের গ্রেফতারে তৎপর রয়েছে।