মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সিদ্দিকী।
মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুব আলমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো: শফিউল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা নাজমুল হক শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছার ভূইয়া, বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা সেন গুপ্তা।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর দেলোয়ার হোসেন মৃধা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার চৌধুরী, তুহিন কান্তি দাষ, জান্নাতুল খুলদ্, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন, সুপ্রিয়া ভৌমিক, রফিকুল ইসলাম, সাদেক হোসেন, কামরুল ইসলাম, নাজমা বেগম, সুমিত্রা পাল প্রমুখ।