রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ভোটাধিকারকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে কুমিল্লার মুরাদনগরে উপজেলা পর্যায়ের দপ্তরপ্রধানদের অংশগ্রহণে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ভোটার নিবন্ধনের পদ্ধতি, আবেদন যাচাইয়ের ধাপ, তথ্যের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
কর্মশালায় জানানো হয়, এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘পোষ্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৩ লাখ ৩৮ হাজার ৭০৭ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪২ হাজার ৬৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৪ জন। নিবন্ধিত আবেদনের মধ্যে ১২ হাজার ২৮৪টি আবেদন বর্তমানে যাচাই প্রক্রিয়ায় অপেক্ষমাণ, আর ১৩ লাখ ২৬ হাজার ৪২৩টি আবেদন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজ ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এটি আধুনিক, সময়োপযোগী ও স্বচ্ছ একটি উদ্যোগ, যা নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থা বৃদ্ধি করবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী নাগরিক ও বিশেষ পরিস্থিতিতে থাকা ভোটারদের জন্য এটি অত্যন্ত কার্যকর হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দে, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন এছাড়া অন্যান্য দপ্তরপ্রধানরাও উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন, তারা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবেন এবং নিবন্ধনে সক্রিয়ভাবে সহায়তা করবেন।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 










