মুরাদনগর বার্তা ডেস্কঃ
“বাড়াবো প্রণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাধ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কার্যাালয়ের আয়োজনে, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুবের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: কবির আহামেদো সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) এস এম বদিউজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আব্দুর রহিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.এন.এম. মাহবুব আলম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তামো: মমিনুল হক, ভারপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক আফজালুল হোসেন, ভেটেনারী সার্জন মাকসুদ আলম, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমুখ।