মো: নাজিম উদ্দিনঃ
বিয়াম ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক অনোমুদিত কুমিল্লা জেলার মুরাদনগরে অবস্থিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্কুলের সভাপতি মোহাম্মদ রাসেলুল কাদের।
মঙ্গলবার সকালে প্রথমবারের মত এ পরিদর্শনে আসেন নবাগত ইউএনও।
পরিদর্শনে তিনি বিদ্যালয়ের শ্রেনিকক্ষগুলো ঘুরে দেখে শিক্ষার্থীদের সাথে পড়াশুনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং মাল্টিমিড়িয়া ক্লাসরুমে শিক্ষার্থীদের সারিতে বসে বিভিন্ন কনটেন্ট দেখেন।
বিয়াম ফাউন্ডেশন অনোমুদিত জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় কিভাবে এর শিক্ষারমাণ উন্নয়ন করা যায় এবং সহজ পদ্ধতি ও নির্ভূল ভাবে শিক্ষার্থীদের পাঠদান করা যায় এব্যাপারে সকল শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে আলোচনা করেন ইউএনও।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো: নুরুল ইসলাম,পরিচলানা পর্ষদের অন্যতম সদস্য ডা: ফারুখ আজম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, মো: বাচ্চু মিয়া,মামুনুর রশিদ, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: সলিমউল্লাহ, আবদুল খালেক, শাহিদা বেগম,নাজমুল হাসান, সেলিনা বেগম, সাবিত্রী রানী সাহা, নাহিন আক্তার প্রমুখ।
পরিদর্শনকালে স্কুল ক্যাম্পাসে অভিভাবকদের জন্য বসারস্থান হিসেবে অভিভাবক ছাউনী নির্মানের ঘোষনা প্রদান করেন ইউএনও।
উল্লেখ্য বিয়াম ল্যাবরেটরি স্কুলটি প্রতিষ্ঠালগ্ন থেকে মুরাদনগর উপজেলা প্রশাসন কতৃক পরিচালিত হয়ে আসছে।