রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) :
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন নহল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ তাইজউদ্দিন-এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে তাঁর নিজ বাড়ীতে ইনতেকাল করেন। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে। সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে নামাজে জানাজা শেষে নহল উত্তর পাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানাজায় অংশ নেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ তাইজউদ্দিন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার জন্য অনন্য অবদান রাখেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। আল্লাহ তাআলা যেন এই মহান মুক্তিযোদ্ধাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) : 


















