সুমন সরকার ;
কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন এবং জাতীয় শিশু দিবস ২০২০ পালন করতে প্রস্তুতিমূলক সভা করেছেন মুরাদনগর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ড. আখতার হামিদ খাঁন হল (বিআরডিবি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকতা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদে চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এ সময় উৎসবমূখর পরিবেশে মুজিববর্ষ পালন করতে বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনা মূলক আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি অফিসার মাঈনউদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা নাজমুল আলম, ভেটেনারি সার্জন নুসরাত জেরিন, কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি-১ কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, উপজেলা আনসার ভিডিপি অফিসার সবুজ চন্দ্র দেবনাথ, ইউ’পি সদস্য রুহুল আমিন, সাজাহান বিএসসি, আবুল হাশেম, উপজেলা মৎস অফিসার মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, পল্লী উন্নয়ন অফিসার রমেন কুমার সাহা, সহকারী পল্লি উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজাহান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার প্রমুখ।