রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মোঃ আলমগীর হোসেন ২১৫ ভোট পেয়ে প্রথম, আবুল কাশেম ২০১ ভোট পেয়ে দ্বিতীয়, আলমগীর হোসেন (২) ১৮৮ ভোট পেয়ে তৃতীয় এবং জসীম উদ্দীন ১৮৭ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন।
অন্যদিকে, সংরক্ষিত নারী সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রোকসানা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিদ্যালয়ের সভাপতি খন্দকার আরিফ সিদ্দিকী বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও বিজয়ীদের অভিনন্দন জানাই।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, কিছু গুজব ছড়ালেও প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ভোটগ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং বিজয়ী সদস্যদের বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানাই।