সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর বাজার ও নবীপুর বাজার এলাকায় লাইসেন্স বিহীন খোলা জ্বালানি তেল অকটেন, পেট্রল, ডিজেল বিক্রি করায় ৫ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ নভেম্বর) রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করায় মুরাদনগর বাজারের পেট্রোলিয়াম আইন ২০১৬ এর (২০) ধারায় তিন দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে নবীপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮)ধারায় এক দোকানীকে ৫ হাজার টাকা ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর (০৩) ধারায় অপর এক দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে দোকানের সামনেই বোতলে প্রকাশ্যে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছেন দোকানিরা। ঝুকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করায় ৫ জন দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নাশকতা ও দুর্ঘটনার শঙ্কায় অনুমতি ছাড়া খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 
















