সুমন সরকার :
সারা দেশব্যাপী শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে কুমিল্লার মুরাদনগরে শান্তিপূর্ন পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অভিভাবক ও বহিরাগতরা যেন পরিক্ষা কেন্দ্রের নির্ধারিত সিমানায় প্রবেশ করতে না পারে সে জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এছাড়াও প্রথম দিনের পরিক্ষা আরম্ভ হওয়ার সাথে সাথে মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম ও পুলিশ পরিদর্শক নাহিদ আহম্মেদ পরিদর্শন করতে যান কেন্দ্রগুলোতে।
এসময় মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়, দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ ও বাশকাইট পি জে উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষার এই কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, এ উপজেলায় নকলমুক্ত পরিবেশে সবকটি পরিক্ষা অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বহিরাগতরা কোনরকম ভাবেই যেন নকল সরবরাহ করতে না পারে তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থেকে পরীক্ষা গ্রহণের নিদের্শনা দেওয়া হয়েছে। আমরা আগামী সবকটি পরিক্ষায় কেন্দ্রগুলোতে নজরদারি রাখব। রুটিন অনুযায়ী ২৭ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে এ পরীক্ষা। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, সবকটি পরিক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন স্বাপেক্ষে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করার জন্য প্রস্তুত আছি।
এ উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরিক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে শেষ করার লক্ষে মুরাদনগর থানা পুলিশ সর্বদায় পাশে থাকবে।
এবছর এসএসসির ১১টি কেন্দ্র থেকে মোট পরীক্ষার্থী ৪৫৬২জন । এর মধ্যে উপস্থিত ছিলেন ৪৫৪৫ জন। অনুপস্থিত ১৭জন । দাখিল ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১১৬২জন। উপস্থিত ছিলেন ১১৩৬ জন। অনুপস্থিত ২৬ জন। ভোকেশনাল ১টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিলেন ১৫৬জন, পরিক্ষায় অংশগ্রহন করেছেন ১৫৬জন কোন অনুপস্থিত ছিলেন না ভোকেশনালে।