আরিফুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার শীর্ষ মাদক ব্যাবসায়ী গোলাপী বেগম (৪১)কে ৮০ পিছ ইয়াবাসহ আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার মোচাগড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোচাগড়া গ্রামের জাহাঙ্গীর আরমের ঘড়ে মাদক কেনা-বেচা করছে এমন গোন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জাহাঙ্গীরের বাড়ীতে অভিযান চালিয়ে ৮০ পিছ ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী গোলাপি বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষযে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত নারী উপজেলার এক জন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরোদ্ধে মুরাদনগর থানা ৫টি মামলাসহ বিভিন্ন থানায় আরো বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। তার বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।