আবুল খায়ের, বিশেষ প্রতিনিধিঃ
রোজ রোববার, ০৮ নভেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসী হামলায় ৪ ব্যবসায়ী গুরতর আহত হয়েছে।
শনিবার রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা সদর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীদেরকে কুমেক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাজার থেকে বাড়ী ফেরার পথে পুর্ব পরিকল্পিত ভাবে বাঙ্গরা বাজারের ব্যবসায়ী শেখ কামাল, শেখ জামাল, শেখ আমজাদ এবং আমির হামজার উপর সন্ত্রাসী হামলা চালায় একই এলাকার শেখ মুকবল হোসেন আব্দুর রহিম রাসেল ও সোহেলের নেতৃত্ব একদল সন্ত্রাসী। এ সময় ওই ব্যবসায়ীদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। ব্যবসায়ীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ব্যবসায়ী শেখ আমজাদ হোসেনকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে গতকাল রোববার শেখ কামাল হোসেনের মা সাফিয়া খাতুন বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।