সুমন সরকারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে আগামী ২২ জুন থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সা’দ পন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক সড়ক অবরোধ করেছেন মাওলানা জোবায়ের পন্থীরা।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দেবিদ্বার, হোমনা, তিতাস ও মুরাদনগর উপজেলার মাওঃ যোবায়ের পন্থী ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের সাথীরা আংশগ্রহন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাখরনগর ইজতেমা মাঠে যেতে চাইলে রহিমপুর এলাকায় পুলিশ মিছিলটিকে বাধাদেয়। এসময় বিক্ষোভ কারিরা মুরাদনগর-কোম্পানীগঞ্জ-হোমনা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করে। এতে প্রায় দুই ঘন্টা এ সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে এজতেমা বন্ধে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে মুসুল্লীরা।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা কওমি মাদ্রাসার সভাপতি মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ, মুরাদনগর জামেয়া মুজাফ্ফারুল উলুম মাদা্সার শিক্ষা সচিব মুফতি আমজাদ হোসাইন, মুফতি সাদেকুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, মাওঃ সালমান, মাওঃ মোতালিব খান, মাওঃ গিয়াসউদ্দিন, মাওলানা ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, কাদিয়ানী সাথদ পন্থীরা বাখরনরর গ্রামে ৩দিন ব্যাপি ইজতেমার প্রস্তুতি চালাচ্ছে। তাই আমরা আমাদের সাথী ভাইদের নিয়ে ইজতেমা অভিমুখে রউনা করেছি সাথদ পন্থীদেও ইজতেমা মুরাদনগরের মাটিতে করতে দেয়া হবে না । ইতিমধ্যে আমাদের মুরব্বিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান করেছেন। তারা আমাদের জানিয়েছেন জেলা প্রশাসক আলেচনা স্বাপেক্ষে ইজতেমা স্থগিত করার ঘোষনা দিয়েছেন।