মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় একটি ইট বোজাই ট্রাক্টর উল্টে ইমন(১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেলে কলেজে চিকিৎসাধিন রয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আসঙ্কা জনক বলে জানা গেছে।
শনিবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের যাত্রাপুর গ্রামের লম্বা দিঘির পাড় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার রঘুরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন যাত্রাপুর গ্রামের কাসেম মিয়ার ছেলে ও ট্রাক্টর চালক আক্তার হোসেন ও তারই ভাই ট্রাক্টরের হেলপার।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুরামপুর গ্রামের গ্রামের হাবিব মিয়া বাঢ়িতে ইট নেওয়ার জন্য সোহেল ভূইয়া ট্রাক সাভিস থেকে একটি গাড়ি ভাড়া করা হয়। সেই ট্রাক্টর যাত্রাপুর থেকে ইট বোজাই করে নবীপুর-শ্রীকাইল সড়ক হয়ে রঘুরামপুর যাওয়ার পথে যাত্রাপুর গ্রামের লম্বা দিঘির পাশে দিয়ে যাওয়ার ট্রাকটি উল্টে দিঘিতে পরে যায়। এ সময় ট্রাক্টরের উপর বসে থাকা ইট মালিক হাবিবুর রহমানের ছেলে ইমন উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পরে মৃত্যু হয়। এসময় চালক ও হেলপার আহত হয়।
এ ঘটনায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইয়াসিন গাজী বলেন, এ ঘটনা একটি মামলা হয়েছে। চালক ও হেলপার চিকিৎসাধিন রয়েছে।