২২ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ ও দেশব্যাপী ৭২ঘন্টা হরতালের সমর্থনে সোমবার বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপিসহ ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশি বাধায় যেতে পারেনি। পরে উপজেলার সদরের মুরাদনগর-হোমানা সড়কে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ করে।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মহিউদ্দিন অঞ্জন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, দফতর সম্পাদক হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মোস্তফা, মুরাদনগর সদও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক নায়েক আলী, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল আলম সিরাজ, যুবদল নেতা মাহমুদুল হাছান, নবীপুর ইউনিয়ন যুবদল সভাপতি ইকবাল হোসেন, ওমর আলী, কায়কোবাদ ফোরামের যুগ্ম আহ্বায়ক হেদায়েত হোসেন, মাসুদ রানা, মাসুম মুন্সী প্রমুখ।