আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের টানাপড়েন মারাত্মক রূপ নিয়েছে। রাজনৈতিক হুমকির ছাড়াও দুই দেশের তারকারাও একে অপরকে আক্রমণ করেছেন।
এক ভিডিওতে বিষধর সাপ নিয়ে ওই গায়িকা বলেন, কোনভাবেই কাশ্মীরকে পাকিস্তানের কাছ থেকে কেড়ে নিতে দেবেন না। ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন! নাহলে ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমীরগুলিকে ছেড়ে দিয়ে আসবেন। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, সেই কথাও ভিডিওতে বলতে শোনা যায় তাকে।