ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন অনুমোদন

জাতীয় ডেস্কঃ
দেশের তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আইন-২০১৭’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, নতুন আইনে ইনস্টিটিউটের কর্মকান্ড পরিচালিত হবে। সরকারের অন্যান্য প্রশিক্ষণ ও একাডেমিক ইনস্টিটিউটের মত এই ইনস্টিটিউটে একটি পরিচালনা বোর্ড ও একাডেমিক কাউন্সিল গঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইনস্টিটিউট বিভিন্ন সময়ে তরুণদের প্রশিক্ষণ দেবে। যুব উন্নয়নের ওপর কারিকুলাম প্রস্তুত ও গবেষণা পরিচালনা করবে এবং ডিগ্রি ও ডিপ্লোমা করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের একটি নির্বাহী পরিষদ ইনস্টিটিউট পরিচালনা করবে। ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সমন্বয়ে একটি একাডেমিক কাউন্সিল গঠিত হবে। ইনস্টিটিউট পরিচালনায় এই কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিলকে সহায়তা দেবে।
শফিউল আলম বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকান্ডের ওপর একটি বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের বড় অর্জনগুলোর একটি হলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম দিকে ৪ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ কোটি ১৫ লাখ ১৩ হাজার ৮৫৭টি বই বিতরণ করা হয়।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২০১৬-১৭ অর্থবছরে দেশের মোট ৩৪ দশমিক ৮৪৬৮ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি হয়েছে। যা বিগত বছরের এই সময়ের চেয়ে ১ দশকি ৭২ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ৮৬ হাজার ২৭৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। বিগত বছরের তুলনায় যা ৭ দশমিক ৭ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরে মোট ৮ লাখ ৯৪ হাজার ০৫৪ জন লোক চাকরির জন্য বিদেশ গিয়েছে। আগের বছরের চেয়ে যা ৩০ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিলো এক হাজার ৪৬৫ মার্কিন ডলার ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার ৬০২ ডলার।
২০১৬-১৭ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিলো ৭ দশকি ২ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে ছিলো ৭ দশমিক ১১ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ৩৪১টি প্রকল্পের মধ্যে ৩১২টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাসস
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন অনুমোদন

আপডেট সময় ০২:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
জাতীয় ডেস্কঃ
দেশের তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আইন-২০১৭’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, নতুন আইনে ইনস্টিটিউটের কর্মকান্ড পরিচালিত হবে। সরকারের অন্যান্য প্রশিক্ষণ ও একাডেমিক ইনস্টিটিউটের মত এই ইনস্টিটিউটে একটি পরিচালনা বোর্ড ও একাডেমিক কাউন্সিল গঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইনস্টিটিউট বিভিন্ন সময়ে তরুণদের প্রশিক্ষণ দেবে। যুব উন্নয়নের ওপর কারিকুলাম প্রস্তুত ও গবেষণা পরিচালনা করবে এবং ডিগ্রি ও ডিপ্লোমা করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের একটি নির্বাহী পরিষদ ইনস্টিটিউট পরিচালনা করবে। ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সমন্বয়ে একটি একাডেমিক কাউন্সিল গঠিত হবে। ইনস্টিটিউট পরিচালনায় এই কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিলকে সহায়তা দেবে।
শফিউল আলম বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকান্ডের ওপর একটি বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের বড় অর্জনগুলোর একটি হলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম দিকে ৪ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ কোটি ১৫ লাখ ১৩ হাজার ৮৫৭টি বই বিতরণ করা হয়।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২০১৬-১৭ অর্থবছরে দেশের মোট ৩৪ দশমিক ৮৪৬৮ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি হয়েছে। যা বিগত বছরের এই সময়ের চেয়ে ১ দশকি ৭২ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ৮৬ হাজার ২৭৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। বিগত বছরের তুলনায় যা ৭ দশমিক ৭ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরে মোট ৮ লাখ ৯৪ হাজার ০৫৪ জন লোক চাকরির জন্য বিদেশ গিয়েছে। আগের বছরের চেয়ে যা ৩০ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিলো এক হাজার ৪৬৫ মার্কিন ডলার ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার ৬০২ ডলার।
২০১৬-১৭ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিলো ৭ দশকি ২ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে ছিলো ৭ দশমিক ১১ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ৩৪১টি প্রকল্পের মধ্যে ৩১২টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাসস