ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সমাবর্তনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে করমর্দন না করে ফিলিস্তিনি তরুণীর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে নিজ দেশের পতাকা উড়িয়ে অভিনব প্রতিবাদ করেছেন নাওরান হামদান নামে এক ফিলিস্তিনি তরুণী। এ সময় সমাবর্তনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে করমর্দনে অস্বীকৃতি জানান তিনি।

গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ওই মুহূর্তের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে- অনুষ্ঠানের মূল মঞ্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরাও উপস্থিত। গ্রাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীরা মঞ্চ অতিক্রম করার সময় অতিথিদের সাথে করমর্দন করছেন, কিন্তু যখন নাওরান হামদান মঞ্চে উঠেন, তখন তিনি প্রথম অতিথির সাথে করমর্দন করলেও অ্যান্থনি ব্লিংকেনকে এড়িয়ে যান এবং তার পরের অতিথির সাথে হাত মেলান।

শুধু তাই নয়; ভিডিওতে দেখা যায়, নাওরান হামদান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সামনে দিয়ে যাওয়ার সময় তাকে বেশ কিছু কথাও শুনিয়ে যান। কিন্তু তিনি তাকে কী বলেছিলেন, তা শুরুতে অস্পষ্ট থাকলেও পরে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন।

এ প্রসঙ্গে নাওরান হামদান জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘আমেরিকার উচিৎ- আলজাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের রিপোর্ট প্রকাশ করা। একইসাথে আমেরিকার আরো কর্তব্য হলো-ইসরাইলকে সব ধরনের সামরিক সহায়তা দেয়া বন্ধ করা। কেননা, যতদিন তাদের এই সহায়তা অব্যাহত থাকবে, ততদিন দখলদারদের সাংবাদিক ও স্বাধীন মানুষদের হত্যা করাও জারি থাকবে।’

এক্সপ্রেস নিউজ জানায়, এ সময় নাওরিন হামদানের সাথে আরো ছয় ফিলিস্তিনি শিক্ষার্থী তাদের দেশের পতাকা উড়িয়ে মজলুমদের পক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন।

-আলজাজিরা ও এক্সপ্রেস নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সমাবর্তনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে করমর্দন না করে ফিলিস্তিনি তরুণীর প্রতিবাদ

আপডেট সময় ০২:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে নিজ দেশের পতাকা উড়িয়ে অভিনব প্রতিবাদ করেছেন নাওরান হামদান নামে এক ফিলিস্তিনি তরুণী। এ সময় সমাবর্তনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে করমর্দনে অস্বীকৃতি জানান তিনি।

গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ওই মুহূর্তের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে- অনুষ্ঠানের মূল মঞ্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরাও উপস্থিত। গ্রাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীরা মঞ্চ অতিক্রম করার সময় অতিথিদের সাথে করমর্দন করছেন, কিন্তু যখন নাওরান হামদান মঞ্চে উঠেন, তখন তিনি প্রথম অতিথির সাথে করমর্দন করলেও অ্যান্থনি ব্লিংকেনকে এড়িয়ে যান এবং তার পরের অতিথির সাথে হাত মেলান।

শুধু তাই নয়; ভিডিওতে দেখা যায়, নাওরান হামদান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সামনে দিয়ে যাওয়ার সময় তাকে বেশ কিছু কথাও শুনিয়ে যান। কিন্তু তিনি তাকে কী বলেছিলেন, তা শুরুতে অস্পষ্ট থাকলেও পরে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন।

এ প্রসঙ্গে নাওরান হামদান জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘আমেরিকার উচিৎ- আলজাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের রিপোর্ট প্রকাশ করা। একইসাথে আমেরিকার আরো কর্তব্য হলো-ইসরাইলকে সব ধরনের সামরিক সহায়তা দেয়া বন্ধ করা। কেননা, যতদিন তাদের এই সহায়তা অব্যাহত থাকবে, ততদিন দখলদারদের সাংবাদিক ও স্বাধীন মানুষদের হত্যা করাও জারি থাকবে।’

এক্সপ্রেস নিউজ জানায়, এ সময় নাওরিন হামদানের সাথে আরো ছয় ফিলিস্তিনি শিক্ষার্থী তাদের দেশের পতাকা উড়িয়ে মজলুমদের পক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন।

-আলজাজিরা ও এক্সপ্রেস নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন