মো: নাজিম উদ্দিন, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
রোজ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০১৫ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে ও মুরাদনগরের উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার জেলা সিনিয়র তথ্য অফিসার, মীর হোসেন আহসানুল কবীর।
আলোচনা সভায় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার উপজেলার বিভিন্ন খাতে উন্নয়নের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পদক এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।