অন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে ৪ পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের শিরশ্ছেদ করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তারা হলেন- লিয়াকত হোসেন, সাজেদ আলী, মো. তাকিব ও ফয়সল মুনির। প্রসঙ্গত ২০১৮ সালে এই পর্যন্ত সৌদি আরবে ২০ জনকে বিভিন্ন অপরাধে শিরশ্ছেদ করা হয়েছে। ২০১৭ সালে সৌদি আরবে ১৪১জনকে শিরশ্ছেদ করা হয়েছিল।
সৌদি গেজেট জানায়, ৪ পাকিস্তানির বিরুদ্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে নারীকে ধর্ষণ ও হত্যা এবং তার কিশোর ছেলেকে বলৎকারের অভিযোগ ছিল। এছাড়া ৪ ব্যক্তির বিরুদ্ধে ওই নারীর বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগও প্রমাণিত হয়েছে।