মো. তপন সরকার, হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা আছাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি হরযত মুন্সি জোহর আলী শাহান শাহে’র সহর্ধমিনী জোবেদা খাতুনের ৮৫ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দিবাগত রাতে আয়োজিত ৮৫ তম বার্ষিকী গান সম্মেলনে গীতি পরিবেশন করেন, কুষ্টিয়া লালন ফকিরের সমির বাবুর শিল্পী গুষ্টি (দল)।
এতে পীরজাদা এস,এম শ্যাম রাজটিকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, কুমিল্লা (উ:) জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি,এম মফিজুল ইসলাম শরীফ, আসাদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি তসলিম সরকার,বিশিষ্ট ব্যবসায়ী শাখার উদ্দিন, সাহা এন্ড সাফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.শামসুজ্জামান, যুবলীগ নেতা শামীম চৌধুরীসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।