হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবীকে কটুক্তির অভিযোগে এক ব্যক্তিকে আটকের পর আদালতে প্রেরণ করেন পুলিশ। এঘটনায় নবীকে কটুক্তির প্রতিবাদে ও আটককৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবিতে মানবন্ধনের পর স্থানীয় এলাকাবাসী আটককৃত ব্যক্তির দাদা কফিল উদ্দিনে নামে স্থাপিত মাজার ও তার বসত বাড়িতে অগ্নিসংযোগ করে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম মোতায়েন করা হয়। পরে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এসময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “বেমজা মহসিন নামের” একটি আইডি থেকে নবীকে নিয়ে কটুক্তি করে মন্তব্য করে বিষয়টি স্থানীয় এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে প্রতিবাদ শুরু হয় উপজেলা জুড়ে এবং আইডিটির ব্যবহারকারী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানানো হয়।পরে অভিযোগের পেক্ষিতে আইডিটির ব্যবহারকারী হিসেবে মহসিনকে অভিযুক্ত করা হলে হোমনা থানা পুলিশ (১৭সেপ্টেম্বর) বুধবার তাকে আটক করে আদালতে প্রেরণ করেন।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী আটককৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন শেষে উত্তেজিত হয়ে আসাদপুর গ্রামে তার দাদা কফিল উদ্দিনের নামে স্থাপিত মাজার ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করেন।
মুরাদনগর বার্তা ডেস্ক : 


















