মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে মরহুম বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ট্রেস্ট এর নিজস্ব অর্থায়নে উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়নের ২ শতাধিক পরিবারের মাঝে কম্বল( শীতবস্ত্র) বিতরণ করা হয়।
নারায়নগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মরহুম বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ট্রেস্টের প্রতিষ্ঠাতা মো.জাকিরুল আলম হেলালের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও ট্রাস্টের উপদেষ্ঠা মাথাভাঙ্গা ইউনিয়ন আওযামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.কায়সার ব্যাপারী উপস্থিতি থেকে এ কম্বল বিতরণ করেন।এ সময় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক), মাথাভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, হোমনা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।