মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা হোমনা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মতপ্রকাশ করে আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউএনও কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাছান আলী, এস আই শেখ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ এর ডিজিএম মো. আক্তার হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাংবাদিক আবদুল হক সরকার, ইউপি চেয়ারম্যানবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে বলে মত প্রকাশ করেন। এছাড়াও ব্যাটারিচালিত অটোরিক্শা ধীরে ধীরে বন্ধের পদক্ষেপ, মাদকমুক্ত উপজেলা গঠনে কার্যকর ভূমিকা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত ওজনের কাগজের প্যাকেট ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারণার হাত থেকে বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধে অধিক জনসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন জায়গায় চুরি রোধে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা আরও জোরদার, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।